‘হ্যাঁ’তে ভোট দিলে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না: রিজওয়ানা হাসান

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি : এখন টিভি
0

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হ্যাঁ’ তে ভোট দিলে দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। আর কখনও ভোট চুরি বা রাতের ভোট কেউ করতে পারবে না। আজ (বুধবার, ২১ জানুয়ারি) ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, ‘এতে কোনো একক দল নির্বাচনে জয়ী হলেও সব সিদ্ধান্ত একা নিতে পারবে না, দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘এবারের ভোট শুধু নিজের অধিকার প্রতিষ্ঠার নয়, আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ধারণ হবে এ নির্বাচনের মাধ্যমে।’

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরো বলেন, ‘সরকার ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

আরও পড়ুন:

‎জুলাই সনদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে “হ্যাঁ-না” ভোট অনুষ্ঠিত হবে।’

উদ্বোধনী শেষে বর্ণাঢ্য একটি রেলি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জসিমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এএম