আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকাল থেকেই ঢাকার ২০টি আসনের প্রতিদ্বন্দ্বী ১৮৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের করণীয় নিয়ে সচেতন করছেন।
আরও পড়ুন:
তফসিল অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ চলছে ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে মতবিনিময় সভা চলছে।
দলীয় প্রার্থীরা সংশ্লিষ্ট দলের সংরক্ষিত প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার।ইতোমধ্যে প্রতীক বরাদ্দ সংক্রান্ত আইনবিধি জারি করেছে ইসি।
তাতে নিবন্ধিত ৫৯টি দলের প্রতীকসহ তালিকা তুলে ধরা হয়েছে। দলের সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে ৫৬টি প্রতীক।





