সাতক্ষীরার চার আসনে নির্বাচনের ‘নিয়ামক’ নারী ভোটাররা

সাতক্ষীরা | ছবি: এখন টিভি
0

নির্বাচন সামনে রেখে সাতক্ষীরায় চলছে রাজনৈতিক মাঠের হিসাব-নিকাশ। জেলার চারটি আসনেই জয়-পরাজয়ের বড় নির্ধারক হয়ে দাঁড়াতে পারেন নারী ভোটার। জেলা নির্বাচন অফিসের তথ্য বলছে, জেলায় নারী-পুরুষ ভোটার প্রায় সমানে সমান। নারী ভোটারের প্রত্যাশা, দাবি আর সিদ্ধান্তই ঘুরিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফল।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। কৃষি, চিংড়ি, ক্ষুদ্র ব্যবসা ও প্রবাসী আয় এ জেলার অর্থনীতির মূল ভরসাকেন্দ্র। আর এই অর্থনীতিতে দিনদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জেলার নারীরা। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারে সবখানেই নারীদের সক্রিয় উপস্থিতির দেখা মিলে এ জেলায়। কারো পেশা কৃষি, আবার অনেকে সেলাই শ্রমিক, পোশাক বিক্রি, খাবারের দোকান বা চায়ের স্টলও চালাচ্ছেন নারীরা।

আগামী ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে জেলার নারী ভোটাররা চান নিরাপদ কর্মপরিবেশ, সম্মানজনক জীবন আর ন্যায্য সুযোগ। কর্মক্ষেত্রে বৈষম্য দূর, সহজ শর্তে ঋণ এবং প্রশিক্ষণের সুযোগ থাকলে আরও বেশি নারী স্বাবলম্বী হতে পারবেন বলে জানান তারা।

আরও পড়ুন:

তারা আরও জানান, পুরুষেরা যে কাজ করেন তাদেরও সেই কাজ করা হয়। সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত আমাদের ২৫০ টাকা এবং পুরুষের ৩৫০ টাকা করে মজুরি দেয়া হয়।

জেলায় ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়ানো গেলে জেলায় কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করেন তারা। এই এলাকার অনেক নারীই উদ্যোক্তা হওয়ার জন্য যে সুযোগটা দরকার সেই সহযোগিতাটা তারা পান না। কারণ হিসেবে তারা বলছেন তারা নারী।

পুরুষের পাশাপাশি নারীদেরও সুযোগ-সহযোগিতা এবং রাস্তাঘাটে চলাচলের সময় নিরাপত্তা চান জেলার নারী ভোটারা।

আরও পড়ুন:

কেবল অর্থনীতি বা উদ্যোক্তা খাতেই নয়, ক্রীড়া ক্ষেত্রেও নারীরা এগিয়ে যাচ্ছেন দৃঢ় পায়ে। নারী ক্রীড়াবিদদের জন্য আলাদা সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে মেয়েরা।

সাতক্ষীরা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী সেলিনা আক্তার সেলী বলেন, ‘যদি সুস্থ্ অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় এবং নারীরা যদি উৎফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে ভোট দিতে পারে তাহলে হয়তো নারীরা সাফল্য দেখতে পারবে।’

উল্লেখ্য, জেলা নির্বাচন অফিস বলছে, ৭ উপজেলা, ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত জেলায় সংসদীয় আসন চারটি। চারটি আসনেই নারী ভোটারের সংখ্যা পুরুষের কাছাকাছি। জেলার চারটি আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন

জেআর