তবে আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আবারও নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে অবস্থানসহ দিনভর নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১২টায় শাকসু নির্বাচনের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ও শিক্ষকরা। পরে বৈঠকে শাবি ভিসি আইনি লড়াই করে যতদ্রুত সম্ভব শাকসু নির্বাচনের ব্যবস্থা করার আশ্বাস দেন তাদের।
আরও পড়ুন:
এমন আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি তুলে নেয়া হয় এবং খুলে দেয়া হয় প্রশাসনিক ভবন।
এর আগে, গতকাল (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল থেকে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে হাইকোর্টের রায়ে শাকসু নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ হয়ে উপাচার্য, রেজিস্ট্রারসহ কয়েকজনকে ভেতরে রেখেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনকারীরা।
পরে এ দিনই বিকেলে শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।





