সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র‍্যাব সদস্য নিহত, আহত কয়েকজন

সন্ত্রাসী হামলা, নিহত আব্দুল মোতালেব
সন্ত্রাসী হামলা, নিহত আব্দুল মোতালেব | ছবি: এখন টিভি
1

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় আব্দুল মোতালেব নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনি নিহত হন।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরই ওই স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে এক সংবাদ বিবৃতিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.আর.এম.মোজাফফর হোসেন বলেন, ‘আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এসময় চারজন র‍্যাব সদস্য গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছেন।’

আরও পড়ুন:

ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

নিহত আব্দুল মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে র‍্যাবে যোগ দেন। অভিযানে গেলে জঙ্গল সলিমপুরের প্রবেশ পথেই সন্ত্রাসীরা পথরোধ করে সশস্ত্র হামলা চালায়। পরে পিছু হটতে বাধ্য হয় অভিযানিক দল।

এসএস