আজ সকালে বন্দরনগরী চট্টগ্রামের আদালতে সাড়ে নয়টায় আদালতে তোলা হয় আইনজীবী আলিফ হত্যার অন্যতম আসামি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ আসামিকে। দীর্ঘ সময় ধরে চলা শুনানি শেষে অভিযোগ গঠন করা হয় চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে। এসময়, আসামি পক্ষের জামিন আবেদন বাতিল করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। আগামী ২ ফেব্রুয়ারি আলিফের বাবার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে বিচারিক কাজ।
এবিষয়ে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষের কাছে যে আবেদন ছিলো আদালত তা মঞ্জুর করেছে এবং আসামি পক্ষের আইনজীবির পিটিশন নামঞ্জুর করেছে। আদালত আজ আসামি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৩০২ ও ১০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।’
আরও পড়ুন:
এদিকে, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর দাবি ১৬৪ ধারায় নাম না থাকার পরও চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়া হয়েছে। এ নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমরা পিটিশন দিয়েছি। তখন বলেছি তিনি সম্পৃর্ণ নিরপরাধ। কোনো ১৬৪ ধারায় যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা কেউই চিন্ময় কৃষ্ণের নাম বলেননি।’
নিহত আইনজীবী আলিফের সহকর্মীরা দ্রুত বিচারের দাবি জানান। এসময় সবাই যেন ন্যায় বিচার পায় সে দাবি জানান তারা। এছাড়া, চার্জশিট গঠনের সময় যাদের নাম ছিলো সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানান তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিল ইস্যুতে তার অনুসারীরা আদালত চত্বরে ভাঙচুর ও তাণ্ডব চালায়। বিক্ষোভের এক পর্যায়ে আদালতের কাছে অবস্থিত রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।





