শ্রীমঙ্গলে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) রাত ১২ টার দিকে জেলার ভুনবীরের কাজিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান ফাইভস্টার হোটেলের মালিকানাধীন রশনি অটো রাইস মিল ফ্যাক্টরির বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে এ দুর্ঘটনা ঘটে।

পরবর্তীতে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছাদুল ইসলাম(৩৯) কে মৃত ঘোষণা করেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। মরদেহটি বর্তমানে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় আহত রাব্বানী (২৫) তামিম (২৩) ও আব্দুল হাকিম(৩৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল মৌলভীবাজার প্রেরণ করেন।

এরপর তাদের সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের সকলের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) আনিসুর রহমান।

এএইচ