মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা (Shaban Moon Sighting) কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই অঞ্চলে আজ রজব মাসের ২৯তম দিন চলছে। ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এই মাসের গুরুত্ব অপরিসীম, কারণ শাবান মাসের ১৫তম রাতে পালিত হয় পবিত্র শবে বরাত (Shab-e-Barat)।
চাঁদ দেখা ও শবে বরাত সংক্রান্ত তথ্য একনজরে
বিষয় (Topic) সম্ভাব্য তারিখ (Tentative Date) বিশেষ মন্তব্য (Note) মধ্যপ্রাচ্যে শাবান শুরু ২০ জানুয়ারি, ২০২৬ (মঙ্গলবার) আজ চাঁদ না দেখা গেলে। মধ্যপ্রাচ্যে শবে বরাত ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার রাত) ১৪ শাবান দিবাগত রাত। বাংলাদেশে শবে বরাত ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার রাত) চাঁদ দেখা সাপেক্ষে। শবে বরাতের রোজা ৪ বা ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫ই শাবান।
আরও পড়ুন:
জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস ও চাঁদ দেখা (Astronomical Forecast)
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (International Astronomical Center) তথ্যমতে, আজ মধ্যপ্রাচ্যে শাবানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, সোমবার (১৯ জানুয়ারি) খালি চোখে চাঁদ দেখা যেতে পারে, যার ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শাবান মাস শুরু হতে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার দিবাগত রাত) শবে বরাত পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপট ও সম্ভাব্য তারিখ (Shab-e-Barat Date in Bangladesh)
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। যদি কাল সোমবার বাংলাদেশের আকাশে শাবানের চাঁদ দেখা যায়, তবে ৪ ফেব্রুয়ারি (বুধবার দিবাগত রাত) পবিত্র শবে বরাত পালিত হবে। তবে সোমবার চাঁদ না দেখা গেলে ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে এই মহিমান্বিত রজনী।
আরও পড়ুন:
শবে বরাত কবে? (Date of Shab-e-Barat 2026)
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৫ই শাবান দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। সেই হিসেবে:
মধ্যপ্রাচ্যে: শাবান ২০ জানুয়ারি শুরু হলে শবে বরাত হবে ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার দিবাগত রাতে)।
বাংলাদেশে: বাংলাদেশে যদি কাল সোমবার চাঁদ দেখা না যায় এবং মঙ্গলবার শাবান মাস শুরু হয়, তবে শবে বরাত পালিত হবে ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার দিবাগত রাতে)।
আরও পড়ুন:





