রমজানের প্রস্তুতি: মহানবী (সা.) যে পাঁচ বিষয়ে খেয়াল রাখতেন
প্রতিটি ইবাদতের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। রসুলুল্লাহ হযরত মুহাম্মদ (স.) নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্যও বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের ইবাদতের জন্য আগে থেকেই প্রস্তুত হতে বলতেন। নবীজির (স.) এর জীবন ও কর্মপন্থা অনুযায়ী রমজানের প্রস্তুতিমূলক কিছু করণীয় সম্পর্কে জানার চেষ্টা করবো।