পবিত্র রমজান মাস আসন্ন। রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের সংযম ও শৃঙ্খলা অনুশীলনের জন্য এক বড় সুযোগ। ইবাদত-বন্দেগীর পাশাপাশি আধ্যাত্মিক শুদ্ধিতে দেহ-মনের প্রশান্তির ক্ষেত্র তৈরি করে দেয়। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত একটানা খাবার খাওয়া থেকে বিরত থাকা স্বাভাবিক জীবন ধারণে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনে দেয়। তবে এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টি অত্যন্ত জরুরি। আর সেজন্য যেসব কাজ করা উচিত, রমজানের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার সে বিষয়গুলো তুলে ধরা হলো।