বিজিবির অভিযানে এক বছরে মাদকসহ ৬ কোটি টাকার মালামাল উদ্ধার, আটক ৩৬

সীমান্তে অভিযান বিজিবি
সীমান্তে অভিযান বিজিবি | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৬ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় ৩৬ চোরাকারবারিকে আটক করা হয়। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞিপ্ততে বিষয়টি নিশ্চিত করেছেন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চোরাচালান প্রতিরোধে সীমান্তের বিভিন্ন এলাকা ৫৮৮টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৬ কোটি ৬ লাখ ৩ হাজার ৩১৮ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

আরও বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৮১২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১ হাজার ৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২ দশমিক ৯২ কেজি গাঁজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৭৩১ বোতল বিদেশি মদ, ৪২ হাজার ৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ২ হাজার ২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, শুন্য দশমিক ১৪ কেজি কোকেন, ১০ দশমিক ৭৫ লিটার দেশিয় মদ, ৬৮৬ বোতল দেশিয় হোমিওপ্যাথিক অ্যালকোহল, ৬৮ হাজার ৫২৯ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৪০ হাজার ৪১৬ পিস দেশিয় মদ তৈরির ট্যাবলেট।

আরও পড়ুন:

এ ছাড়া চোরাচালানি পণ্যের মধ্যে ৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ২ হাজার ১৪৪ পিস প্রসাধনী সামগ্রী, ৫টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন ও ৩টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করা হচ্ছে । এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেআর