‘মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে জামায়াত’

এহসানুল মাহবুব জুবায়ের
এহসানুল মাহবুব জুবায়ের | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে জামায়াত।’ আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনি সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘১০ দলীয় জোটে এখনও ৪৭ আসন ফাঁকা রয়েছে, লিয়াজোঁ কমিটি সেটি তদারকি করছেন, সমঝোতা চূড়ান্ত হলে গণমাধ্যমে জানানো হবে।’ এসময় তিনি আরও বলেন,‘সমঝোতার দুয়ার খোলা রয়েছে সবার জন্য।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী একটি মেনিফেস্টো বা ইশতাহার তৈরি করেছে, যা সুবিধাজনক সময় প্রকাশ করা হবে।

আরও পড়ুন :

তিনি জানান, আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, এরপর এ সফর যাবে দেশের নানা জেলায়। এতে অংশ নেবেন জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজকের বৈঠকে ১৯ টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।’

বৈঠক আজ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও তিনি জানান।

এএম