জাবি ভর্তি ২০২৫-২৬: বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু ১৮ জানুয়ারি, কারা পাবেন সুযোগ?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (JU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম ফরম (Subject Choice Form) পূরণ কার্যক্রম আগামীকাল ১৮ জানুয়ারি (রবিবার) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী, এই অনলাইন প্রক্রিয়াটি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

  • পছন্দক্রম শুরুর তারিখ: ১৮ জানুয়ারি, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৭ জানুয়ারি, ২০২৬
  • কারা আবেদন করবেন: আসন সংখ্যার ১০ গুণ মেধাক্রমের ভেতরে থাকা শিক্ষার্থীরা
  • অফিসিয়াল ওয়েবসাইট: ju-admission.org

আরও পড়ুন:

তিন ধাপে ভর্তি প্রক্রিয়া (Three Steps of Admission)

এ বছর জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট তিনটি ধাপ অতিক্রম করতে হবে। যার প্রথম এবং প্রধান ধাপ হলো নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পছন্দক্রম ফরম (Choice Form) পূরণ করা।

যোগ্যতা (Eligibility): ‘এ’, ‘বি’, ‘সি’, ‘সি-১’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটসহ আইবিএ-জেইউ (IBA-JU) ইউনিটে যারা আসন সংখ্যার দশ গুণ (10 Times of Seats) মেধাক্রমের মধ্যে রয়েছেন, কেবল তারাই এই ফরম পূরণের সুযোগ পাবেন।

আবেদন লিঙ্ক (Application Link): শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট (ju-admission.org) অথবা সরাসরি ju-admission.org-এ গিয়ে 'Bachelor (Honours)' অপশনে ক্লিক করে লগইন করতে হবে।

আরও পড়ুন:

সতর্কবার্তা (Important Warning)

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়সীমার (২৭ জানুয়ারি) মধ্যে কোনো শিক্ষার্থী যদি পছন্দক্রম ফরম পূরণ না করে, তবে তাকে ভর্তি প্রক্রিয়ায় (Admission Process) আর বিবেচনা করা হবে না। অর্থাৎ মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি ভর্তির যোগ্যতা হারাবেন। তাই উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্রুত প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি ২০২৫-২৬: ইউনিট ভিত্তিক আসন ও যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে এবং প্রতিটি বিভাগের জন্য পৃথক পৃথক শর্ত থাকে। নিচে প্রধান ইউনিটগুলোর একটি সংক্ষিপ্ত চিত্র দেওয়া হলো:

ইউনিট (Unit)অনুষদ/ইনস্টিটিউট (Faculty/Institute)মোট আসন (Seats)প্রধান সাবজেক্টসমূহ (Major Subjects)বিশেষ শর্ত/যোগ্যতা (Key Requirements)
‘এ’ ইউনিটগাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি৪১০টি (প্রায়)"CSE, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ভূতাত্ত্বিক বিজ্ঞান"গণিত অংশে ন্যূনতম ৫০% নম্বর এবং নির্দিষ্ট জিপিএ থাকতে হবে।
‘ডি’ ইউনিটজীববিজ্ঞান অনুষদ৩১০টি (প্রায়)"ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ"রসায়ন ও জীববিজ্ঞানে উচ্চ নম্বর এবং মেধা তালিকার শীর্ষে অবস্থান।
‘বি’ ইউনিটসমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ৩৮৬টি (প্রায়)"আইন (Law), অর্থনীতি, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান"অর্থনীতিতে গণিত/পরিসংখ্যান এবং আইনের জন্য ইংরেজি ও বাংলায় ভালো দখল।
‘সি’ ইউনিটকলা ও মানবিক অনুষদ৪৬৬টি (প্রায়)"ইংরেজি, বাংলা, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা"ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজি অংশে নির্দিষ্ট ন্যূনতম নম্বর (১৫-১৮) আবশ্যক।
‘ই’ ইউনিটবিজনেস স্টাডিজ অনুষদ২০০টি (প্রায়)"ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট""বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগের জন্য আলাদা আসন বন্টন।"
আইবিএ-জেইউইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন৫০টি (প্রায়)বিবিএ (BBA)ইংরেজি ও গণিত উভয় অংশে উচ্চ নম্বর এবং ভাইভাতে উত্তীর্ণ হওয়া।

আরও পড়ুন:


এসআর