জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৯.১০ শতাংশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (Jahangirnagar University - JU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের (D Unit - Faculty of Biological Sciences) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সব মিলিয়ে পাশের হার ৩৯.১০ শতাংশ। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

একনজরে: জাবি ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ফল

  • মোট পরীক্ষার্থী: ৭০,২২১ জন।
  • মোট পাশ: ২২,৬৭১ জন।
  • পাশের হার: ৩৯.১০%।
  • মোট আসনসংখ্যা: ৩১০টি (ছাত্র ১৫৫, ছাত্রী ১৫৫)।
  • ফলাফল দেখার ওয়েবসাইট: ju-admission.org
  • ভর্তি পরীক্ষার সময়কাল: ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
  • আসন বণ্টন: ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা মেধা তালিকা তৈরি করা হয় এবং উভয়ের জন্য সমান সংখ্যক (১৫৫টি করে) আসন বরাদ্দ থাকে।

আরও পড়ুন:

পাশের পরিসংখ্যান ও লিঙ্গভিত্তিক ফলাফল (Result Statistics & Gender-wise Performance)

জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ৭০,২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২২,৬৭১ জন।

ছাত্রীদের সাফল্য: পরীক্ষায় ৩৩,৪৯১ জন ছাত্রী অংশ নেন, যার মধ্যে ১৪,৪৩৪ জন পাশ করেছেন। ছাত্রীদের পাশের হার ৪৩.১০ শতাংশ (Female Pass Rate 43.10%)।

ছাত্রদের ফলাফল: ২৪,৪৯১ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮,২৩৭ জন। ছাত্রদের পাশের হার ৩৩.৬৩ শতাংশ (Male Pass Rate 33.63%)।

অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, ছাত্রদের তুলনায় ছাত্রীরা পরীক্ষায় যেমন বেশি সংখ্যায় অংশ নিয়েছেন, তেমনি ফলেও অভাবনীয় সাফল্য দেখিয়েছেন।

আরও পড়ুন:

আসনসংখ্যা ও ভর্তি প্রক্রিয়া (Seats & Admission Process)

ডি ইউনিটে মোট আসনসংখ্যা ৩১০টি (Total Seats 310)। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্র এবং ছাত্রীদের জন্য সমানভাবে ১৫৫টি করে আসন বরাদ্দ রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভর্তির সুযোগ দেওয়া হবে।

ফল ও পরবর্তী করণীয় (JU Admission Next Steps)

বিশ্ববিদ্যালয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ:

অনলাইনে বিস্তারিত ফল দেখা: ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট ju-admission.org-এ লগইন করে তাদের ব্যক্তিগত প্রোফাইল থেকে বিস্তারিত নম্বর ও মেধাক্রম (Merit Position) দেখতে পারবেন।

বিভাগ পছন্দক্রম (Subject Choice): মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম বা সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতে হবে।

সাক্ষাৎকার ও ব্যবহারিক (Viva & Practical): ডি ইউনিটের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সাক্ষাৎকার বা ভাইভার তারিখ ঘোষণা করা হবে। বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট রোল নম্বরধারীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আরও পড়ুন:

কাগজপত্র যাচাই: চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট, প্রশংসাপত্র এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা (JU Admission Test 2025-26) গত ২১ ডিসেম্বর শুরু হয়েছে এবং এটি আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন:



এসআর