২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেন ওয়ালশ। তার অধীনে পেস বোলিংয়ে নিজেদের অন্যতম সেরা সময় কাটিয়েছে টাইগাররা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের উঠে আসা তার সময়েই।
আরও পড়ুন:
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিজ নারী দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন ওয়ালশ। এছাড়া ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের টেকনিক্যাল পরামর্শকের ভূমিকায় ছিলেন সাবেক এ কিংবদন্তি পেসার। টেস্ট ফরম্যাটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।





