গতকাল রাতে (শুক্রবার, ১৭ জানুয়ারি) পটিয়া থেকে চন্দনাইশে ফেরার পথে হামলার শিকার হন এই দু’সংগঠক। আহতরা জানান, সিএনজিতে করে যাওয়ার সময় চন্দনাইশ এলাকায় পৌঁছালে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি থামিয়ে নামিয়ে নেয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।
আরও পড়ুন:
এসময়, দুর্বিত্তদের হাতে থাকা ছুরিকাঘাতে আহত হন সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতদের অভিযোগ, চন্দনাইশে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও প্রশাসনের কাছে আবেদনসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। এর জের ধরেই তার অনুসারীরা তাদের হুমকি দিয়ে আসছিল এবং পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।





