অধরা আফকন শিরোপা; বিষাদে হারাবেন, নাকি নতুন উদ্যমে ফিরবেন সালাহ?

ম্যাচের পর আবেগাপ্লুত সালাহ
ম্যাচের পর আবেগাপ্লুত সালাহ | ছবি: সংগৃহীত
0

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) সেমিফাইনালে সেনেগালের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হলো মোহাম্মদ সালাহর। ক্লাব ফুটবলে বেশ কিছু সাফল্য এলেও জাতীয় দলের জার্সিতে আফকন জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো মিশর অধিনায়ক সালাহর। শেষ বাঁশিতে খেলার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল শিরোপার স্বপ্নও।

এবারের আফকনে শুরু থেকে শেষ পর্যন্ত মিশরের ভরসা ছিলেন সালাহ। পাঁচ ম্যাচে চার গোল করে ৩৩ বছর বয়সী এ তারকা দলকে টেনে তুলেছিলেন শেষ চারে। কোয়ার্টার ফাইনালের পর তিনি বলেছিলেন, এটাই তার সেরা ক্যাম্প দল হিসেবে তারা খুব কাছের, খুব ঐক্যবদ্ধ।

কিন্তু ট্রফি আর ছোঁয়া হলো না। ২০১০ সালের পর আফকন জেতেনি মিশর, আর সালাহর ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাও রয়ে গেল সেখানেই।

আরও পড়ুন:

সামনেই ক্লাব ফুটবলের খেলা। জাতীয় দলের নিয়ম অনুযায়ী বার্নলির বিপক্ষে ম্যাচে তাকে পাবে না লিভারপুল। তবে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ফেরার সম্ভাবনা আছে তার। ইনজুরির কারণে লিভারপুলের আক্রমণে সংকট সালাহর ফেরা তাই সময়োপযোগী।

তবে প্রশ্ন থেকেই যায় লিভারপুলেই কি শেষ অধ্যায়, নাকি নতুন চ্যালেঞ্জের খোঁজে সৌদি আরব? ২০২৭ সালের আফকনে তার বয়স হবে ৩৫, আর একই সময় শেষ হবে বর্তমান চুক্তিও।

একটা বিষয় অবশ্য পরিষ্কার মরক্কোর হতাশা পেছনে ফেলে সামনে তাকিয়ে মোহাম্মদ সালাহ। কিন্তু সেই পথ যে মোটেও সহজ নয়, আফকন আবারও সেটাই মনে করিয়ে দিল।

এসএইচ