আফকনের ফাইনালে সেনেগাল, মিশরের স্বপ্নভঙ্গ

গোল করার পর উদযাপন করেছেন সাদিও মানে
গোল করার পর উদযাপন করেছেন সাদিও মানে | ছবি: সংগৃহীত
0

মরক্কোয় চলমান আফ্রিকান নেশন্স কাপ (আফকন) আসরের প্রথম সেমি-ফাইনালে মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেনেগাল। ম্যাচের জয়সূচক গোল করেছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে।

আফকন কাপের ১ম সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৮তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন সাদিও মানে। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ৫৩তম গোল।

আরও পড়ুন:

এ জয়ে চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে খেলবে ২০২১ সালের চ্যাম্পিয়ন সেনেগাল। পুরো ম্যাচজুড়ে মোহামেদ সালাহদের মিশর ছিল নিষ্প্রভ।

সেনেগাল ১২টি শট নিয়ে আধিপত্য দেখালেও মাত্র তিনটি শট নিতে পেরেছে মিশর। ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হবে মরক্কো বনাম নাইজেরিয়া ম্যাচের জয়ী দল।

এসএইচ