স্টেডিয়ামে খেলা বন্ধে ভাঙচুর; সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

মিরপুর স্টেডিয়ামের বাইরে উত্তেজিত দর্শকরা ভাঙচুর চালিয়েছেন
মিরপুর স্টেডিয়ামের বাইরে উত্তেজিত দর্শকরা ভাঙচুর চালিয়েছেন | ছবি: এখন টিভি
0

চলমান ক্রিকেট ইস্যুতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত ম্যাচ সময়মতো মাঠে না গড়ানোয় উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের বাইরে ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার পর সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বহিষ্কারের দাবিতে ক্রিকেটারদের বয়কটের কারণে বিপিএলের আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

আরও পড়ুন:

বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলেও জানান তারা।

জানা যায়, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএইচ