পরিচালক নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ

বিসিবির লোগো ও পরিচালক নাজমুল
বিসিবির লোগো ও পরিচালক নাজমুল | ছবি: এখন টিভি
0

ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিক্রেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্যের জেরে আজকের (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুলের পদত্যাগ দাবি করেছে কোয়াব। সেই সঙ্গে দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন।

আরও পড়ুন:

এর প্রেক্ষিতে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিচালক নাজমুলকে। নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:

এফএস