এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতে নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা।
এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেরই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় থাকায় বাংলাদেশের ম্যাচগুলো লজিস্টিক কারণে অন্য দেশে সরিয়ে নেয়া সম্ভব না। বিকল্প হিসেবে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন:
এর আগে, গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে তিনটি কারণে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ রয়েছে। ওই তিনটি কারণ হলো—দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি এবং জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট।
বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ নজরুল এ কারণগুলোকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন।





