আইসিসির নিরাপত্তা অভিযোগ ‘অযৌক্তিক’; ভারতের বাইরে খেলতে অনড় বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: এখন টিভি
0

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)কে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে তিনটি কারণে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ রয়েছে। ওই তিনটি হলো—দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি এবং জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট।

আজ (সোমবার, ১২ জানুয়ারি) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ নজরুল এই অভিযোগকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আইসিসি যদি আশা করে, আমরা দলের শ্রেষ্ঠ বোলার মোস্তাফিজুরকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়বো, বা নির্বাচন পিছিয়ে খেলার ব্যবস্থা করব— তা সম্পূর্ণ অবাস্তব প্রত্যাশা। দলের নিরাপত্তা নিয়ে এমন যুক্তি কখনোই গ্রহণযোগ্য নয়।’

বাংলাদেশের অবস্থান স্পষ্ট, ভারতের ভেতরে কোনো শহরে ম্যাচ আয়োজন গ্রহণযোগ্য নয়। আসিফ নজরুল বলেন, ‘ভারতে বর্তমানে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং গত দেড় বছরে বাংলাদেশবিরোধী ধারাবাহিক প্রচারণা হয়েছে। মোস্তাফিজুরের অন্তর্ভুক্তি, আইসিসির নিরাপত্তা চিঠি—সব মিলিয়ে এটি প্রমাণ করে যে, আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নেই।’

আরও পড়ুন:

তিনি আরও জানান, ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনের আলোচনা নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রস্তাব ওঠার পরও বাংলাদেশ কখনোই কলকাতা থেকে অন্য ভারতীয় শহরে ম্যাচ সরানোর কথা বলেনি। তাদের দাবি, খেলাগুলো ভারতের বাইরে নিরাপদ ভেন্যুতেই আয়োজন করা হোক। বিকল্প আয়োজক হিসেবে শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব গ্রহণযোগ্য।

বিসিবি এরইমধ্যে দুই দফা চিঠি পাঠিয়ে আইসিসিকে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আসিফ নজরুল বলেন, ‘ভারতের ক্রিকেট বোর্ড নিজেই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেছে, ফলে একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিরাপদে খেলা অসম্ভব। আইসিসির নিরাপত্তা চিঠি স্পষ্ট প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে কোনো দেশের একচ্ছত্র আধিপত্যে আমরা বিশ্বাস করি না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হতে পারে না। আইসিসি যদি সত্যিকার অর্থে বৈশ্বিক সংস্থা হয় এবং ভারতের প্রভাবের বাইরে থেকে সিদ্ধান্ত নিতে পারে, তবে আমাদের শ্রীলঙ্কা বা অন্য নিরাপদ দেশে ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। আমরা কোনো নতি স্বীকার করবো না।’

এছাড়া আসিফ নজরুল স্পষ্ট করেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে না। ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনের আলোচনা থাকলেও বাংলাদেশ তা গ্রহণ করবে না। শেষ সিদ্ধান্তের দায়িত্ব এখন আইসিসির হাতে।

এসএইচ