সিডনিতে শেষদিনে আট উইকেটে ৩০২ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তাদের ভরসা হয়ে ছিলেন ১৪২ রানে অপরাজিত থাকা জ্যাকব বেথেল। তবে ১৫৪ রান করে স্টার্কের শিকারে পরিণত হন তিনি। ৩৪২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নেয়ায় শেষ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬০ রান।
আরও পড়ুন:
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬২ রান পায় অজিরা। প্রথম ইনিংসে ঝোড়ো সেঞ্চুরির পর এদিন ২৯ রানে থামেন ট্রাভিস হেড। আরেক ওপেনার ওয়েদারাল্ডের ব্যাটে আসে ৩৪ রান। মার্নাস ল্যাবুশেইন করেন ৩৭ রান। অধিনায়ক স্টিভ স্মিথ ১২ আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা উসমান খাজা করেন ৬ রান।
১২১ রানে ৫ উইকেট হারালেও, ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ম্যাচসেরা হন ট্রাভিস হেড। পুরো সিরিজে ৩১ উইকেট আর ১৫৬ রান করে সিরিজসেরা হন মিচেল স্টার্ক।





