গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ (Registration for Free)
ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। অর্থাৎ, পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি (Free Student Registration)। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
আরও পড়ুন:
প্রতিযোগিতার বিষয়সমূহ ও আবেদনের লিঙ্ক (Competition Categories and Links)
শিক্ষার্থীরা নিচের বিষয়গুলোতে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে:
- চিত্রাঙ্কন প্রতিযোগিতা (Art Competition): art.infostudents.com
- কবিতা আবৃত্তি (Poem Recitation): poem.infostudents.com
- একক বিতর্ক (Solo Debate Competition): debate.infostudents.com
- গজল প্রতিযোগিতা (Ghazal Competition): gazal.infostudents.com
বছরব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচি (Year-round Sports Training)
কেবল সাংস্কৃতিক প্রতিযোগিতাই নয়, দেশের প্রতিটি জেলা স্টেডিয়ামে (District Stadium) দক্ষ কোচের অধীনে ৪টি জনপ্রিয় খেলায় প্রশিক্ষণের সুযোগ পাবে প্রাথমিকের ছাত্র-ছাত্রীরা:
- ক্রিকেট প্রশিক্ষণ (Cricket Training): cricket.infostudents.com
- ফুটবল প্রশিক্ষণ (Football Coaching): football.infostudents.com
- ব্যাডমিন্টন প্রশিক্ষণ (Badminton Training): badminton.infostudents.com
- কারাতে প্রশিক্ষণ (Karate Lessons): karate.infostudents.com
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ (Instructions for Headmasters and Officers)
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করতে এবং এই প্রশিক্ষণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (Primary Headmaster) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম (Co-curricular activities) উৎসাহিত করতেই এই উদ্যোগ।





