সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে স্টারলিংক জানিয়েছে যে, তারা এখন থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবে স্টারলিংক।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী এ প্রতিষ্ঠানটি জানায়, ভেনেজুয়েলায় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা। দেশটিতে অনলাইন সেন্সরশিপের অভিযোগ রয়েছে এবং মাদুরো সরকার এর আগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছিল।
স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী স্টারলিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক।
অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে। সেখানে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ইন্টারনেটের ধীরগতি ইতিহাসও রয়েছে।





