মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া শঙ্কার: আমিনুল হক

আমিনুল হক
আমিনুল হক | ছবি: সংগৃহীত
0

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে রিলিজ দেয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তিনি বলছেন, এ ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়া শঙ্কার হতে পারে।

আজ (শনিবার, ৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশনায় মোস্তাফিজুর রহমানের আইপিএল দল কেকেআর তাকে রিলিজ দিয়েছে। তার মানে আগামী আইপিএলে খেলা হচ্ছে না কাটার মাস্টার ফিজের। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় আমিনুল হকের কাছে।

সাবেক এই ফুটবলার বলেন, ‘আমরা রাষ্ট্রীয় বা সরকারিভাবে বা একজন বাংলাদেশি হিসেবে চাই, আমাদের পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমাদের যাতে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। একজন ক্রীড়াবিদ, সে বিগত সময়ে কিন্তু এই আইপিএলে খেলেছে। আমার মনে হয়, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেয়া হয়েছে বা কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেয়া হবে না এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কেন হলো, সে বিষয়ে আরও ভালো করে তদন্ত করে খতিয়ে দেখায় ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে।’

আরও পড়ুন:

আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ড এ দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। ক্রিকেট বোর্ড বিষয়টি ভালো করে খতিয়ে দেখে এবং আইপিএল কর্তৃপক্ষ যারা আছেন প্রয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে, যে অসাধু চক্র ধর্মকে টেনে বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কে দুরত্ব তৈরির চেষ্টা করছে, সেটার কারণে যদি মোস্তাফিজের মতো প্রতিভাবান খেলোযাড়কে রিলিজ দিয়ে দেয়া হয়, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটির সুষ্ঠু তদন্ত করে এটি কেন হয়েছে, সেটা যেন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি।’

আরও পড়ুন:

সামনে ভারতে বিশ্বকাপ আসরের কথা তুলে ধরে করে তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যাচ্ছে। সেই শঙ্কার জায়গাটা কীভাবে দ্রুত কাটিয়ে উঠবে, সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারে যারা দায়িত্বে আছেন তাদের কাছে ছেড়ে দিলাম। তারা দ্রুত সময়ে আলোচনা করে কীভাবে বিষয়টা সমাধান করা যায়, সেটি দেখবেন বলে আশা করছি।’

এসএইচ