জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ

নারী ও পুরুষদের কাবাডি
নারী ও পুরুষদের কাবাডি | ছবি: এখন টিভি
0

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার, ৩ জানুয়ারি) হতে যাচ্ছে পুরুষ ও নারী বিভাগের চূড়ান্ত লড়াই। রাজধানীর শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বসছে ফাইনাল মঞ্চ।

তারুণ্যের উৎসব-২০২৫ সামনে রেখে আট বছর পর আয়োজিত হচ্ছে জাতীয় পুরুষ ও নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। শনিবার পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বিজিবি-সেনাবাহিনী। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে মাঠে নামবে আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে নৌবাহিনীকে ৪০-৩৭ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বিজিবি। অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিমানবাহিনীকে ৩৩-৩০ পয়েন্টে পরাজিত করে ফাইনালের টিকিট কাটে সেনাবাহিনী। জয়ের পর নিজেদের অনুভূতির কথা জানালেন দুই দলের অধিনায়করা।

একজন খেলোয়াড় বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা যে আমরা ফাইনালে যাবো। অনেকদিন হলে আমরা ফাইনাল খেলতে পারছি না। ইনশা আল্লাহ ফাইনালে আমরা ভালো খেলবো, ভালো খেলে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো।’

আরও পড়ুন:

নারী বিভাগের প্রথম সেমিফাইনালে ছিল নাটকীয়তা। আনসার ও বিজিবির মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ৩২-৩২ পয়েন্টে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপ সামলে ৩৯-৩৫ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ আনসার। দ্বিতীয় সেমিফাইনালে একেবারেই একপেশে লড়াইয়ে রাঙ্গামাটিকে ৬২-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পুলিশ।

খেলোয়াড়দের মধ্যে একজন বলেন, ‘আমাদের প্রথম থেকে খেলাটা ভালো হচ্ছিলো। কিন্তু শেষের দিকে একটু গোলমাল হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা ফাইনালে উঠেছি। কুশির ঠিকানা নেই যে ফাইনাল খেলবো আমরা।’

অন্য একজন খেলোয়াড় বলেন, ‘আমার দল অনেক ভালো, আমি মনে করি আমার ডিফেন্সও ভালো, আমার অফেন্সও ভালো। অনেক ভালো করবে এটাই আশা করি। আমরা চ্যাম্পিয়নে ফাইট দেবো ইনশা আল্লাহ।’

শনিবার বিকেল ৪টায় পুরুষ বিভাগের এবং বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে নারী বিভাগের ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে জাতীয় কাবাডির ফাইনালে অপেক্ষা করছে জমজমাট লড়াই।

এসএস