জেলা নির্বাচনি কার্যালয় সূত্র জানায়, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকা, সঠিকভাবে হলফনামা পূরণ না করাসহ নানা কারণে চার আসনের ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের যাচাই-বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
টাঙ্গাইল-৫ (সদর), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার), টাঙ্গাইল-৭ (মির্জাপুর), টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র আগামীকাল (শনিবার, ৩ জানুয়ারি) যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বিষয়টি নিশ্চিত করেছেন।




