জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এছাড়াও জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মামলার আসামিসহ পলাতক থাকার জন্য মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (স্বতন্দ্র), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।





