আন্তর্জাতিক ক্রিকেট থেকে উসমান খাজার বিদায়

ক্রিকেটার উসমান খাজা
ক্রিকেটার উসমান খাজা | ছবি: দ্য গার্ডিয়ান
0

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ঠিক ১৫ বছরের মাথায় অবসরের ঘোষণা দিলেন উসমান খাজা। চলমান অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট খেলেই ব্যাগি গ্রিন তুলে রাখবেন তিনি। যে সিডনিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন, ঠিক সেখানেই সমাপ্তি টানবেন অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার।

সিডনি টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের কথা জানান খাজা। এসময় তার পাশে ছিলেন স্ত্রী ও দুই কন্যা। তিনি জানান, গত দুই বছর ধরেই বিভিন্ন সময় অবসরের কথা ভেবেছিলেন। এমনকি গত মৌসুমে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট শেষেও জাতীয় দলকে বিদায় বলতে চেয়েছিলেন এ ওপেনার।

আরও পড়ুন:

চলতি অ্যাশেজে পার্থ টেস্টে চোট পেয়েছিলেন খাজা। এরপর বাদ পড়েন ব্রিসবেন টেস্টে। অ্যাডিলেডেও শুরুর একাদশে ছিলেন না। স্টিভ স্মিথ অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে সুযোগ পেয়ে ফিফটি করেন তিনি। মেলবোর্ন টেস্টে আবার ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত সিডনিতেই অবসরের সিদ্ধান্ত নেন খাজা।

এফএস