ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ
ফেরি চলাচল বন্ধ | ছবি: এখন টিভি
0

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কেরামত আলী নামের দুই ফেরি। গতকাল (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে মাঝ নদীতে দুটি ফেরি আটকে আছে।

আরও পড়ুন:

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় নয়টি ফেরি চলাচল করে।

এসএস