সেখানে তারেক রহমানের সঙ্গে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এসময় জামায়াত আমিরের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ওপর আলোকপাত করা হয়।
আরও পড়ুন:
বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামায়াত আমির। এসময় তিনি বলেন, ‘রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা মিলে মিশে কাজ করা যায় কি না, সে ব্যাপারে কথা বলেছি। বিএনপি নেতারাও একই কথা বলেছেন।’
তিনি বলেন, ‘নির্বাচনের পর ও সরকার গঠনের আগে আমরা আবারও বসতে চাই। আমরা দেশের স্বার্থে মিলে মিশে একসঙ্গে কাজ করতে চাই।’
আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বেগম জিয়া যেই ঐক্যের জায়গা তৈরি করে গেছেন সেখানে দাঁড়িয়ে আমরা আগামীতে চলতে চাই।’




