ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা যাওয়া-আসা করা বন্দর এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

ট্রাম্পের পোস্ট করা হামলা হওয়া জাহাজের ছবি
ট্রাম্পের পোস্ট করা হামলা হওয়া জাহাজের ছবি | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলার মাদক পাচারকারী নৌকা আসা যাওয়া করে এমন বন্দর সংলগ্ন এলাকায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডায় সংবাদ সম্মেলনের এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ভেনেজুয়ালার নৌকাগুলো যে বন্দর ব্যবহার করে মাদক আনা নেয়া করত সেখানে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। যদিও বন্দরের অবস্থান সম্পর্কে কিছুই বলেননি তিনি।

মার্কিন সেনাবাহিনী নাকি সিআইএ- কারা এ অভিযান পরিচালনা করেছে সে বিষয়েও কিছু জানাননি ট্রাম্প।

আরও পড়ুন:

এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলা। সিএনএন বলছে, বন্দর সংলগ্ন এলাকাটি ভেনেজুয়েলার সীমানার মধ্যে পড়ে কী না তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনো মন্তব্য করবে না কারাকাস।

গতকাল (সোমবার, ২৯ ডিসেম্বর) পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি নৌকায় হামলা করেছে মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে অন্তত দুইজন।

এসএস