খালেদা জিয়ার জানাজা উপলক্ষে অতিরিক্ত মেট্রোট্রেন চালুর ঘোষণা

খালেদা জিয়া ও  মেট্রোট্রেন
খালেদা জিয়া ও মেট্রোট্রেন | ছবি: এখন টিভি
1

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষে অতিরিক্ত মেট্রোট্রেন চালুর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল পরিচালনাকারী এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল জানায়, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।

আরও পড়ুন:

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা আজ ভোর ৬টায় মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইএ