নতুন বছর বরণ করতে প্রস্তুত নিউ ইয়র্ক

প্রস্তুত নিউ ইয়র্ক
প্রস্তুত নিউ ইয়র্ক | ছবি: সংগৃহীত
0

নতুন বছর ২০২৬ সালকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। বিখ্যাত টাইমস স্কয়ারের কনস্টেলেশন বলে যুক্ত হয়েছে সবশেষ ক্রিস্টালটি। এছাড়া প্রায় ৬০০ এলইডি লাইট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে ২০২৬ লেখা সংখ্যাগুলো। একেকটি সংখ্যার উচ্চতা প্রায় সাত ফুট।

২০২৬ সালকে বরণ করে নিতে দেশে দেশে চলছে নানা আয়োজন। তবে বিশ্ববাসীর নজর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওপর। প্রতিবছর জমকালো আয়োজনে বিশ্ববাসীকে মুগ্ধ করে বিখ্যাত টাইমস স্কয়ারের আয়োজন। ১৯০৭ সাল থেকে বর্ষবরণের উদযাপনের অংশ হয়ে আছে ওয়ান টাইমস স্কয়ারের কনস্টেলেশন বল।

বলটির ব্যাস সাড়ে ১২ ফুট এবং ওজন ছয় টনের বেশি। এটিকে পাঁচ হাজার ২৮০টি ক্রিস্টাল এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। যা আগের বলগুলোর তুলনায় দ্বিগুণ। বৃত্তাকার এ বলটিতে যুক্ত করা হয়েছে সবশেষ ক্রিস্টালটি। এবারের নকশাটির থিম যুক্তরাষ্ট্রের ঐক্য এবং দ্রুত এগিয়ে যাওয়ার গল্প। যা প্রতিফলিত করবে মার্কিন জাতির ২৫০ বছরের ইতিহাস।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘এ ভলটিতে প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নির্ভুলটা, স্পষ্টতা এবং শৈল্পিকতা তুলে ধরা হয়েছে। নকশাটি ধারাবাহিকতা, ঐক্য ও অগ্রগতির গতির প্রতিফলন ঘটিয়েছে।’

আরও পড়ুন:

এদিকে বর্ষবরণের আয়োজনের শেষ প্রস্তুতি হিসেবে ঐতিহাসিক ওয়ান টাইমস স্কয়ার প্লাজায় প্রতিস্থাপন করা হয়েছে ২০২৬ লেখা সংখ্যা। কালো রঙের বদলে সোনালি রঙে সাজানো হয়েছে এবারের সংখ্যাগুলো।

একেকটি সংখ্যা প্রায় সাত ফুট লম্বা। চারটি সংখ্যা তৈরিতে ব্যবহৃত হয়েছে ৫৯৪টি নতুন ধরনের এলইডি লাইট। যা মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে ভিন্ন রঙ ধারণ করবে।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এবার সোনালি রঙের থিমে সংখ্যাগুলো সাজানো হয়েছে। অতীতে সেগুলো ছিল কালো রঙের। এগুলোর গায়ে নতুন ধরনের লাইটও যুক্ত করা হয়েছে।’

২০২৬ সালকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে নিউ ইয়র্ক। বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষ টাইমস স্কয়ারের এই আয়োজন উপভোগ করবে প্রত্যাশা আয়োজকদের।

এসএস