শেরপুরে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ডিলারসহ আটক ২

আটককৃত দুজন
আটককৃত দুজন | ছবি: এখন টিভি
0

শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) মধ্যরাতে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

আটক বেলায়েত হোসেন (৬১) নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং টিসিবি ডিলার শহিদুল ইসলাম (৪৫) সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, নকলা পৌর শহরের টিসিবির ডিলার শহিদুল ইসলাম তার পরিচিত কাঁচামালের আড়তদার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজের মালিক বেলায়েত হোসেনের গুদামে পণ্যগুলো মজুত করেন বেশি দামে বিক্রির উদ্দেশ্যে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, অভিযানকালে অবৈধভাবে মজুতকৃত টিসিবির ২০০ কেজি চাল, ৫৪ লিটার তেল, ২৬ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়েছে। একইসঙ্গে গোডাউন মালিক বেলায়েত হোসেন ও টিসিবি ডিলার শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

এসএইচ