মার্টিন নারী বি দলের কোচ ছিলেন। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, চরম বৈরী আবহাওয়ার মধ্যে শুক্রবার ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়।
আরও পড়ুন:
জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে থাকা পাদার দ্বীপ প্রণালিতে এই দুর্ঘটনা ঘটে। পরে মার্টিনের স্ত্রী ও এক কন্যাসহ ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মার্টিন ও তাঁর তিন সন্তানকে উদ্ধার করা সম্ভব হয়নি। যার কারণে ৪জনে মরদেহ খুঁজে পেতে রোববারও উদ্ধার অভিযান চলমান।




