মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

অনুশীলন চলাকালীন মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে চট্টগ্রাম রয়্যালসের বোলার শরিফুল ইসলামকে। যদিও চোট খুব বেশি গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে।

জানা যায়, আজ (রোববার, ২৮ ডিসেম্বর) সকালে নির্ধারিত অনুশীলন সূচিতে মাঠে ছিল চট্টগ্রাম রয়্যালস। একপর্যায়ে এক সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান জাতীয় দলের এ পেসার।

আরও পড়ুন:

চট্টগ্রাম রয়্যালসের দলীয় সূত্রে জানানো হয়, আঘাতের পরেই শরিফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়েছিল। যদিও তাতে খুব গুরুতর কিছু ধরা পড়েনি। এদিন তাকে আর অনুশীলনে আনা হয়নি। ফিরে গিয়েছেন টিম হোটেলে।

আগামীকাল চট্টগ্রাম রয়্যালস নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। সেখানে শরিফুলকে দেখা যাবে কি না, সে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগ মুহূর্তে।

এফএস