আফ্রিকান কাপ অফ নেশন্স: রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত নাইজেরিয়ার

আফ্রিকান কাপ অফ নেশন্সের ট্রফি
আফ্রিকান কাপ অফ নেশন্সের ট্রফি | ছবি: সংগৃহীত
0

টানা দুই জয়ে আফ্রিকান কাপ অফ নেশন্সের রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে নাইজেরিয়া। ৫ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে দলটি জয় পেয়েছে তিউনিসিয়ার বিপক্ষে। মরক্কোর স্পোর্টিফ দে ফেসে ম্যাচের প্রথম গোল আসে ৪৪ মিনিটে।

দুই দল এর আগে একাধিক কার্যকর আক্রমণ করেও গোলের দেখা পায়নি। তবে প্রথমার্ধের একেবারে শেষ সময়ে আদেমোলা লুকম্যানের ক্রসে হেড থেকে গোল করেন ভিক্টর ওসিমেন। বিরতির পর লুকম্যানের আরও এক অ্যাসিস্টে গোল করেন উইলফ্রেড এনদিদি। ৬৭ মিনিটে ওসিমেনের পাস থেকে লুকম্যান গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় নাইজেরিয়া।

আরও পড়ুন:

তবে সেখান থেকেই ম্যাচে ফেরার প্রচেষ্টা চালায় তিউনিসিয়া। ৭৪ মিনিটে মুনতাসার তালবি গোল করে ব্যবধান করেন ৩-১। ৮৭ মিনিটে আলি আব্দির পেনাল্টিতে স্কোরলাইন হয় ৩-২। তবে এরপর তিউনিসিয়া আর গোল না পেলে জয় দিয়েই রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে নাইজেরিয়া।

ইএ