আসরের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি। ২০১২ সালে ক্রিস গেইলের পর বিপিএলে এমন কীর্তি করে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নানা সমালোচনাকে সঙ্গী করে শুরু যে বিপিএলের, তার প্রথম ম্যাচটাই দর্শকদের বিনোদিত করেছিল পুরোদমে। সিলেটের মাঠে রান উৎসব দেখা গিয়েছিল প্রথম ম্যাচেই। জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণে বিবেচনার বাইরে থাকা শান্তর সেঞ্চুরি বিপিএলের নতুন আসরকে দিয়েছে উড়ন্ত সূচনা।
আরও পড়ুন:
প্রথম চার ম্যাচের মাঝেই বিপিএল পেয়েছে এক সেঞ্চুরি, চার ফিফটি আর এক হ্যাটট্রিকের দেখা। যদিও এদের মাঝে আলাদা করে নজরে থাকবেন পারভেজ হোসেন ইমন। রনি তালুকদার এবং সাইম আইয়ুবের ওপেনিং জুটির সুবাদে ইমন খেলছেন চার নম্বরে। তাতে দুই ম্যাচেই পেয়েছেন ফিফটি। রান ১২৫। ব্যাট চালিয়েছেন ১৬৮ স্ট্রাইক রেটে। প্রতি চার বলে এসেছে একটি করে বাউন্ডারি। বিশ্বকাপের আগে জাতীয় দলে চার নম্বর পজিশনে ব্যাটিং ঘাটতি পূরণে পারভেজ ইমন কতখানি কার্যকর হতে পারেন, তারই যেন নমুনা পাওয়া গেল দুই ম্যাচে।
বল হাতেও কার্যকর ভূমিকা রেখেছেন টি-টোয়েন্টি বিবেচনার বাইরে থাকা বোলাররা। খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ দুজনেই টুর্নামেন্টে পেয়েছেন ভালো শুরু। খালেদ ৫ উইকেট শিকার করেছেন ১১ এর কম গড়ে। হাসান মাহমুদ উইকেট প্রতি খরচ করেছেন ১৫ রানের কম। টুর্নামেন্টের শুরুতে দুই পেসারের পারফরম্যান্সটাও আলাদা করে নজর কাড়তেই পারে ক্রিকেট ভক্তদের।





