বত্রিশেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রাফিনহা আলকানতারা

রাফিনহা আলকানতারা
রাফিনহা আলকানতারা | ছবি: সংগৃহীত
0

৩২ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী ফুটবলার রাফিনহা আলকানতারা। ব্রাজিলের হয়ে ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতা মাজিনিয়োর সন্তান রাফিনিয়া। মূলত চোটের কাছেই হার মানলেন এ ফুটবলার।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলে আলো ছড়ানো ভাই থিয়াগোর আলকানতারার মতো খুব একটা আলো ছড়াতে পারেননি তিনি।

২০১১ সালে বার্সার হয়ে অভিষেক হয় তার। ৯ বছরে কাতালানদের হয়ে খেলেছেন কেবল ৯০টি ম্যাচ। লুইস এনরিকে বার্সার কোচ হবার পর দুয়ার খোলে এ মিডফিল্ডারের জন্য। ২০১৮ সালে হাঁটুর চোটে পড়ে কার্যত তার বার্সা ক্যারিয়ারের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন:

লোনে ইণ্টার মিলান ও সেল্টা ভিগোতে খেললেও থিতু হতে পারেননি। ২০২০ সালে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজি। ৬ বছর আগে বার্সা থেকে বিদায় নিলেও বিদায়বেলায় তার অবদান স্মরণ করেছে বার্সেলোনা। সেইসঙ্গে তাকে জানিয়েছে শুভকামনাও।

এসএইচ