৩২ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী ফুটবলার রাফিনহা আলকানতারা। ব্রাজিলের হয়ে ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতা মাজিনিয়োর সন্তান রাফিনিয়া। মূলত চোটের কাছেই হার মানলেন এ ফুটবলার।