১৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ওপেনার সাহিবজাদা ফারহান। যদিও ১৯ বলে ২০ রানে মিরাজের বলে কাঁটা পড়েন তিনি। আরেক ওপেনার তানজিদ তামিমকে ক্যাচ আউট করেন খালেদ।
এরপর ম্যাচের চিত্রনাট্য বদলে দেন শান্ত ও মুশফিক। ঝড়ো ইনিংসে ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন শান্ত। অন্যদিকে ৩১ বলে ৫১ রান করেন মুশফিকুর রহিম। দু’জনের ১৩০ রানের জুটিতে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী ওয়ারিয়র্স।
আরও পড়ুন:
এর আগে বিকেলে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে ওসমান হাদিকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
প্রথমে সিলেট টাইটান্স টসে হেরে ব্যাটিংয়ে নামে। দুই ওপেনার সায়েম আইয়ুব ও রনি তালুকারদার দ্রুত রান তোলেন। তিন চার ও দুই ছয়ে ১৫ বলে ২৮ রান করে বিনুরা ফার্নান্দোর বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন সায়েম।
আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাইকে ২০ রানে সাঝঘরে ফেরান সান্দিপ লামিচানে। ৩৪ বলে ৪১ রানে করে লামিচানের বলে বোল্ড হন ওপেনার রন্নি তালুকদার। পারভেজ ইমনের ৩৩ বলে ৬৫ ও আফিফের ১৯ বলে ৩৩ রানের কল্যানে ১৯০ রানের পুঁজি পায় সিলেট টাইটান্স।





