গতকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এই হামলা চালানো হয়। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশি প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আইএসকে ‘জঘন্য সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন। গোষ্ঠীটির বিরুদ্ধে নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে নির্মম হত্যাযজ্ঞ চালানোর অভিযোগও করেছেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ‘অসংখ্য নিখুঁত হামলা’ চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়ার সহযোগিতায় দেশটির সোকোটো রাজ্যে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
এদিকে, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা টুগ্গার বলেছেন, ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে এটা ছিল ‘যৌথ অভিযান’। ‘নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’।





