নির্বাচনকালীন জনমনে স্বস্তি বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চায় বিজিবি

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় সভা
জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা, কেন্দ্র দখল এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে নির্বাচনকালীন গুজব রোধ এবং সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে জনমনে স্বস্তি বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা চায় বিজিবি।

আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ‘ক্যাফে ২০’ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। এসময় জয়পুরহাট ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মোহাম্মদ ইমরান হোসেনও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘সাংবাদিকদের দেয়া দ্রুত ও সঠিক তথ্যের ভিত্তিতে বিভিন্ন অভিযানে বিজিবি একাধিকবার সফলতা পেয়েছে। আসন্ন নির্বাচনেও ভোটকেন্দ্র দখল, সহিংসতা বা ভোটারদের ওপর চাপ সৃষ্টির মতো কোনো ঘটনা ঘটলে তা দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করছি। নির্বাচনি পর্যবেক্ষণ নীতিমালা ও ঘোষিত তফসিল বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর।’

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব বর্তমানে একটি বড় সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি। বিশেষ করে জনমতের বাস্তব চিত্র এবং অপরাধী চক্রের সক্রিয়তা সংক্রান্ত তথ্য শেয়ার করলে বিজিবি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া গতকাল পাঁচবিবি উপজেলায় বড় একটি অভিযানে অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করার তথ্যও জানান তিনি।

এসএইচ