৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, ৪ জানুয়ারি থেকে শুরু

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের প্রতি যে যে নির্দেশনা
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের প্রতি যে যে নির্দেশনা | ছবি: এখন টিভি
0

৪৬তম বিসিএসের (46th BCS) দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (Viva Voce) তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। গত(বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫) কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবারের পর্যায়ে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের মোট ২,১০২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

একনজরে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তথ্য

  • মোট প্রার্থী: ২,১০২ জন (সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার)।
  • পরীক্ষা শুরুর তারিখ: ৪ জানুয়ারি ২০২৬।
  • পরীক্ষা শেষের তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬।
  • রিপোর্টিং সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা (বোর্ডে ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে)।
  • স্থান: বিপিএসসি প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

পরীক্ষার সময়সূচি ও স্থান (Exam Schedule and Venue)

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি ২০২৬ থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

পরীক্ষার তারিখসমূহ: ৪, ৫, ৬, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ এবং ১৫ জানুয়ারি ২০২৬।

সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় (BPSC Head Office), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

আরও পড়ুন:

প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনাবলী (Important Instructions for Candidates)

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কমিশন বেশ কিছু বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করেছে:

১. অনলাইন ফরম সংগ্রহ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৪৬তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম (BPSC Online Form) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এই ফরমটি প্রয়োজনীয় কাগজপত্রসহ ভাইভা বোর্ডে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

২. শিক্ষাগত সনদের কপি: সকল বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মূল বা সাময়িক সনদের (Academic Certificates and Transcripts) সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে।

৩. বিভাগীয় অনাপত্তি পত্র (NOC): বর্তমানে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র বা এনওসি (NOC for Govt Employees) জমা দিতে হবে। এর ফরম্যাট কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

৪. পুলিশ ভেরিফিকেশন ফরম: প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (Police Verification Form/V-Roll Form) ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে। যথাযথভাবে পূরণকৃত এই ফরমের তিন কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন:

বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত দেখতে ক্লিক করুন।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, বিজ্ঞপ্তি এবং প্রয়োজনীয় ফরম ডাউনলোডের জন্য প্রার্থীরা নিচের অফিশিয়াল লিঙ্কগুলো অনুসরণ করতে পারেন:

প্রয়োজনীয় লিঙ্কসমূহ (Official Links):

বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট: bpsc.gov.bd

বিজ্ঞপ্তি ও সূচি দেখার সরাসরি লিঙ্ক: BPSC Notice Board

অনলাইন ফরম ও ভি-রোল ফরম ডাউনলোড: Application Forms

আরও পড়ুন:

এসআর