বিপিএলের ১২তম আসর নিয়ে নোয়াখালী এক্সপ্রেসের আগমন। যে দলে রয়েছে তারুণ্যের আধিক্য। প্রথম আসরেই চাপটা বেশিই থাকছে দলটির ক্রিকেটারদের মাথায়। কারণ, নোয়াখালীর রয়েছে একটা বড় সমর্থকগোষ্ঠী। এ চাপ কীভাবে সামাল দেবেন জানালেন দলটির তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন বলেন, ‘কে কেমন প্রেশার হ্যান্ডেল করতে পারে, কে কিভাবে ম্যাচ জিততে পারে সেটি বেশি ইম্পরট্যান্ট। রেজাল্ট নিয়ে এখনই না চিন্তা করা, কারণ রেজাল্ট এখনো অনেক দূরে। ভালো ক্রিকেট খেলতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:
দেশি ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞ বিদেশিরাও রয়েছে নোয়াখালী এক্সপ্রেসে। মোহাম্মদ নাবীর দলে থাকা বাড়তি সহায়তা দেবে দলকে। পাশাপাশি আরেক আফগান ক্রিকেটার সেদিকুল্লাহ আতালও ব্যাটিংয়ে ভারসাম্য বজায় রাখবেন বলে মত অঙ্কনের।
ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন আরও বলেন, ‘অবশ্যই অনেক কাজে আসবে। সে তো অনেক বছর থেকে টি-টোয়েন্টি খেলছেন। হোপফুলি আমরা ভালো ক্রিকেট খেলতে পারব টিম হিসেবে।’
এবারের বিপিএলে সব দলই ভারসাম্য নিয়ে দল গড়েছে। তবে এর ভেতরেরও নিজেদের এগিয়ে রাখছেন অঙ্কন। জানিয়েছেন ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে যেতে চায় নোয়াখালী।
অঙ্কন বলেন, ‘আমার মনে হয় সব টিমই অনেক ব্যালেন্স। সব টিমই সময় পেয়েছে প্রস্তুতির জন্য।’





