৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান | ছবি: সংগৃহীত
0

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তথ্যটি জানান পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী।

মন্ত্রী জানান, কারাগার কোনো রাজনৈতিক দলের হেডকোয়াটার্স হতে পারে না। পাশাপাশি আদিয়ালা কারাগারে বসে ইমরান খান ও তার দলের সদস্যরা সরকারের বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন তারিক ফজল।

আরও পড়ুন:

এদিকে, একই গণমাধ্যমে দেয়া আরেক সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান, গত মাসের ২৬ নভেম্বর একটি বড় সমাবেশের ছক জেলে বসেই করেছিলেন ইমরান খান । পরে সমাবেশটি বাতিল ঘোষণা করে পাকিস্তান সরকার।

তবে শেহবাজ শরীফ প্রশাসনের সিদ্ধান্তটিকে ভালোভাবে নেয়নি ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই। দলটির এক নেতা জানান, ইমরান খান ইস্যুতে পাকিস্তান সরকারের সাম্প্রতিক পদক্ষেপ জাতীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

এফএস