বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ৪ ক্যাটাগরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ৪ পদের মৌখিক পরীক্ষার সময়সূচী; শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর
প্রকাশিত হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ৪ পদের মৌখিক পরীক্ষার সময়সূচী; শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (Bangladesh Bureau of Statistics) ১২ থেকে ১৬তম গ্রেডের ৪টি ভিন্ন ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সময়সূচি (Viva Voce Schedule) প্রকাশ করা হয়েছে। গতকাল (সোমবার, ২২ ডিসেম্বর) বিবিএস-এর অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি জানানো হয়।

একনজরে: বিবিএস মৌখিক পরীক্ষা ২০২৫-২৬

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
  • পদের সংখ্যা: ৪টি ক্যাটাগরি (১২ থেকে ১৬তম গ্রেড)।
  • মোট প্রার্থী: ১,৪৮৩ জন।
  • পরীক্ষা শুরুর তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫।
  • পরীক্ষা শেষের তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬।
  • পরীক্ষার কেন্দ্র: বিবিএস প্রধান কার্যালয় (পরিসংখ্যান ভবন), আগারগাঁও, ঢাকা।

আরও পড়ুন:

মৌখিক পরীক্ষার ক্যাটাগরি ও সময়সূচি (BBS Viva Category & Date)

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে আগারগাঁও পরিসংখ্যান ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিচে ক্যাটাগরি অনুযায়ী পদের নাম, প্রার্থী সংখ্যা এবং পরীক্ষার তারিখ ও সময় দেওয়া হলো:

১. পরিসংখ্যান সহকারী (Statistical Assistant):

এই পদে মোট ৩৮২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট এবং বেলা ২টা ৩০ মিনিটের দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে।

২. জুনিয়র পরিসংখ্যান সহকারী (Junior Statistical Assistant):

সবচেয়ে বেশি প্রার্থী এই পদে মৌখিক পরীক্ষা দেবেন (মোট ১০১৭ জন)। ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিরতিহীনভাবে (সকাল ও দুপুর) এই পরীক্ষা চলবে।

৩. ইনুমারেটর ও এডিটিং অ্যাসিস্ট্যান্ট (Enumerator & Editing Assistant):

ইনুমারেটর পদের ২৯ জন প্রার্থীর ভাইভা ১৫ জানুয়ারি সকালে এবং এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদের ৫৫ জন প্রার্থীর পরীক্ষা একই দিন বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

ক্রমিকপদবীপ্রার্থী সংখ্যাতারিখসময়
পরিসংখ্যান সহকারী৩৮২২৯, ৩০, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬প্রতিদিন সকাল ৯:৩০ ও বিকাল ২:৩০
জুনিয়র পরিসংখ্যান সহকারী১০১৭৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২, ১৩, ১৪ জানুয়ারি ২০২৬ (সকাল ও দুপুর), এবং ১৫ জানুয়ারি ২০২৬ (সকাল ৯:৩০)সকাল ও দুপুর
ইনুমারেটর২৯১৫ জানুয়ারি ২০২৬সকাল ৯:৩০
এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট৫৫১৫ জানুয়ারি ২০২৬বেলা ২:৩০

আরও পড়ুন:

পরীক্ষার কেন্দ্র ও প্রয়োজনীয় নির্দেশনা (Viva Center & Instructions)

সবগুলো পদের মৌখিক পরীক্ষা বিবিএসের প্রধান কার্যালয় (পরিসংখ্যান ভবন, ই-২৭/এ ১২০৭), আগারগাঁও, ঢাকা-১২০৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভাইভা বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র (Original Certificates) এবং প্রয়োজনীয় প্রশংসাপত্র সাথে রাখতে হবে।

বিবিএস মৌখিক পরীক্ষা ২০২৫: প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা ও পালনীয় নিয়মাবলি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ৪টি ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রতিটি প্রার্থীকে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে।

মৌখিক পরীক্ষার দিন অবশ্যই যা সাথে আনতে হবে (Mandatory Documents)

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের জন্য প্রধান দুটি শর্ত হলো:

১. আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র: পরীক্ষার সময় প্রত্যেক প্রার্থীকে আবেদনের সময় প্রাপ্ত Applicant's Copy এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের (Admit Card) মূল কপি অবশ্যই সাথে আনতে হবে।

২. বিশেষ কোটার সনদ (Special Category Certificates):

  • প্রতিবন্ধী প্রার্থী: সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমপদমর্যাদা সম্পন্ন কর্মকর্তার স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ জমা দিতে হবে।
  • তৃতীয় লিঙ্গের প্রার্থী: সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

কেন এই নির্দেশনা গুরুত্বপূর্ণ?

মৌখিক পরীক্ষার সময় এই নথিপত্রগুলো না থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হতে পারে। বিশেষ করে সমাজসেবা অফিস বা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সঠিক কর্তৃপক্ষের সনদ নিশ্চিত করা কোটাধারী প্রার্থীদের জন্য অত্যন্ত জরুরি।

রোল নম্বর অনুযায়ী সময়সূচি দেখার অফিশিয়াল লিংক:

পরীক্ষার্থীরা সরাসরি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) অফিসিয়াল নোটিশ বোর্ড থেকে পিডিএফ (PDF) ডাউনলোড করে আপনার রোল নম্বরটি মিলিয়ে দেখুন এই ঠিকানায়: BBS Official Notice Board pdf

আরও পড়ুন:

ভাইভা বোর্ডে প্রয়োজনীয় নথিপত্রের চেকলিস্ট (Documents Checklist)

মৌখিক পরীক্ষার দিন নিচের নথিপত্রগুলোর মূল কপি (Original) এবং অন্তত দুই সেট সত্যায়িত ফটোকপি সাথে রাখা জরুরি:

শিক্ষাগত যোগ্যতার সনদ: এসএসসি, এইচএসসি এবং স্নাতক (প্রযোজ্য ক্ষেত্রে) পর্যায়ের সকল মূল সনদপত্র ও মার্কশিট।

প্রবেশপত্র (Admit Card): লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং মৌখিক পরীক্ষার জন্য ইস্যুকৃত কল লেটার (যদি থাকে)।

নাগরিকত্ব সনদ: নিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদ।

জাতীয় পরিচয়পত্র (NID): মূল এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড।

কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে): মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী বা আনসার-ভিডিপি কোটার স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের সনদ।

অনাপত্তি পত্র (NOC): যদি আপনি বর্তমানে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন।

ছবি: পাসপোর্ট সাইজের অন্তত ৩-৪ কপি রঙিন সত্যায়িত ছবি।

আরও পড়ুন:

হারিয়ে যাওয়া প্রবেশপত্র বা অ্যাপ্লিক্যান্ট কপি পুনরুদ্ধারের সহজ উপায়

অনেক সময় অসাবধানতাবশত সরকারি চাকরির আবেদনপত্র (Applicant's Copy) বা প্রবেশপত্র (Admit Card) হারিয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, আপনি চাইলে টেলিটকের অফিশিয়াল পোর্টাল থেকে কয়েক মিনিটেই এগুলো ডাউনলোড করতে পারেন।

১. ইউজার আইডি (User ID) জানা থাকলে:

যদি আপনার কাছে ইউজার আইডি থাকে কিন্তু পাসওয়ার্ড মনে না থাকে:

  • টেলিটকের নির্দিষ্ট জব পোর্টালে (যেমন:teletalk.com.bd) যান।
  • 'Recovery Password' অপশনে ক্লিক করুন।
  • আপনার User ID এবং আবেদনে ব্যবহৃত Mobile Number দিন।
  • সাবমিট করলে আপনার ফোনে নতুন পাসওয়ার্ড চলে আসবে। এরপর লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন।

২. ইউজার আইডি (User ID) হারিয়ে গেলে:

যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড উভয়ই হারিয়ে ফেলেন:

  • পোর্টালে গিয়ে 'Recovery User ID' অপশনে ক্লিক করুন।
  • আপনার নাম (Applicant's Name), পিতার নাম (Father's Name) এবং মোবাইল নম্বরটি দিন।
  • তথ্যগুলো সঠিক হলে স্ক্রিনে আপনার User ID প্রদর্শিত হবে।

৩. Applicant's Copy ডাউনলোড করার নিয়ম:

  • সাধারণত পোর্টালে লগইন করার পর 'Download Applicant's Copy' বা 'Application Form' নামে একটি বাটন থাকে।
  • সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে পুনরায় প্রিন্ট করে নিন।

৪. টেলিটক এসএমএস (SMS) এর মাধ্যমে:

আপনার ফোনে যদি টেলিটক থেকে আসা আগের কোনো এসএমএস থাকে, তবে সেখানে User ID এবং Password খুঁজে পেতে পারেন। ইনবক্সে গিয়ে "BBS" বা "7122" নম্বর থেকে আসা মেসেজগুলো সার্চ করুন।

৫. শেষ উপায় (হেল্পলাইন):

  • যদি কোনোভাবেই তথ্য পুনরুদ্ধার করা না যায়:
  • যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ এ কল করুন।
  • অথবা সংশ্লিষ্ট পোর্টালে দেওয়া ইমেইল ঠিকানায় (যেমন: [email protected]) আপনার রোল, নাম ও মোবাইল নম্বর লিখে মেইল করুন।

আরও পড়ুন:

এসআর