ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির ড্রেসিংরুমে ছিল কঠোর বার্তা। চার দিনের নির্ধারিত ছুটি কমিয়ে তিন দিনে নামিয়ে আনেন পেপ গার্দিওলা। শাস্তির কারণ মাঠের পারফরম্যান্স, বিশেষ করে বল দখলে পজিশনাল প্লের ঘাটতি।
২৫ তারিখ বড়দিনের ছুটি। ছুটির পর কারো ওজন বাড়লেই তাকে যেতে হবে কঠিন সিলেকশন প্রসেসে। ওজন বাড়লে থাকতে হবে ম্যানচেস্টারেই। নটিংহ্যাম ম্যাচেই একাদশে আসতে পারে পরিবর্তন। তবে পুরো ব্যাপারটি নির্ভর করছে ফুটবলারদের উপর।
আরও পড়ুন:
গার্দিওলা জানান, খেলোয়াড়রা নিজেরাই অতিরিক্ত একদিন ছুটি চেয়েছিলেন। তবে কোচ সাফ জানিয়ে দেন ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলাটা যথেষ্ট ভালো হয়নি। তাই রোববার ছিল রিকভারি ও অনুশীলন।
সিটি কোচের হুঁশিয়ারি আরও স্পষ্ট। বল দখলে সঠিক জায়গা ব্যবহার না করলে এপ্রিলের মধ্যেই শিরোপা দৌড় থেকে ছিটকে পড়বে দল। তার মতে, জায়গা অনুযায়ী খেলার সুযোগ তৈরি করা সম্ভব ছিল, কিন্তু খেলোয়াড়রা তা করতে পারেননি।
ফিটনেস নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই গার্দিওলার। তিনি বলেন, দল পুরোপুরি ফিট, চেষ্টার ঘাটতি নেই। ফিল ফোডেন আর আর্লিং হলান্ডের পরিশ্রমের প্রশংসাও করেন তিনি।
সব মিলিয়ে নটিংহ্যাম ফরেস্ট ম্যাচের আগে বার্তাটা পরিষ্কার দৌড় নয়, বল কন্ট্রোল নেওয়ার পর কি করবে ফুটবলাররা এখন সেটিই সিটির বড় চ্যালেঞ্জ।
বল দখলের খেলায় উন্নতি আনতেই এখন বাড়তি মনোযোগ পেপের ম্যানচেস্টার সিটিতে। নটিংহ্যাম ফরেস্ট ম্যাচেই মিলতে পারে সেই পরিবর্তনের ইঙ্গিত।





